সময়ের চাকা
ঢাকাFriday , 8 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

এমবাপেকে বাদ দিয়ে দল ঘোষণা ফ্রান্সের 

Link Copied!

উয়েফা নেশনস লিগের দুই ম্যাচে ইসরায়েল ও ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি। তবে দলে জায়গা পাননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে। ঊরুর চোট কাটিয়ে মাঠে ফিরলেও রিয়াল মাদ্রিদ তারকা ছাড়াই দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এর ফলে টানা চার ম্যাচ অধিনায়ককে পাচ্ছে না ফ্রান্স।

চোট কাটিয়ে রিয়ালের জার্সিতে মাঠে নেমে দলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এমবাপে। মাদ্রিদের ঘরের মাঠে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ তে বিদ্ধস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে হারে ৩-১ গোলে। রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে আছে আছেন ফরাসি তারকার। সম্প্রতি তার এমন পারফরমেন্সে আলোচনায় আরও বেশি এই তারকা। 

এরই মাঝে দ্বিতীয়বারের মতো ঘোষিত দলে অধিনায়কেরই জায়গা হলো না। অক্টোবরে ইসরায়েল, বেলজিয়ামের বিপক্ষে ডাবল হেডারেও তিনি অনুপস্থিত ছিলেন। তখন অবশ্য ইনজুরি থেকে সেরে উঠতে সময় দেওয়ার জন্যই বিশ্রাম দেওয়া হয় তাকে। কিন্তু তখন তার বাইরে থাকা জন্ম দেয় বিতর্কের। কারণ একদিন পরই রিয়ালের হয়ে মাঠে ফেরেন তিনি। আর সেটা হয় ফ্রান্সের ম্যাচেরও আগে। 

আর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ফরাসি কোচ দিদিয়ের দেশমেরই। তিনি বলেছেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। তবে এই সিদ্ধান্তটা আমি কয়েকটি ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।’

ফ্রান্স দল:
গোলরক্ষক: মাইক মাইগনান,লুকাস শেভালিয়ার ও ব্রেইস সাম্বা।
ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেস, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: অ্যাড্রিয়েন রাবিওট, এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুয়েন্দৌজি, এন’গোলো কান্তে, মানু কোনে ও ওয়ারেন জাই এমেরি।
ফরোয়ার্ড: ক্রিস্তোফার এনকুনকো, উসমান দেম্বেলে, রান্দাল কুলো মুয়ানি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

এসসি//