সময়ের চাকা
ঢাকাSunday , 3 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামপুরে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ:দগ্ধ ১জনের মৃত্যু

Link Copied!

রাজধানীর শ্যামপুরে গ্যাসের লিকেজ থেকে দগ্ধ জামাল উদ্দিন(৫০) মারা গেছেন।

রবিবার (৩ নভেম্বর)সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও ক্লাসিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম, তিনি জানান গত সোমবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত মামা জামিল হোসেন ও তুষার নামে দুইজন চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য,গত সোমবার রাজধানীর শ্যামপুরের সাততলা নীল বিল্ডিং এর একটি রুমে সিগারেটের ম্যাচ লাইট জ্বালাতেই বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছিল।দগ্ধরা হলেন-মোঃ জামাল উদ্দিন(৫০),মোঃজামিল হোসেন(২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।

এসসি//