সময়ের চাকা
ঢাকাThursday , 3 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

বৃষ্টির পানিতে বৈদ্যুতিক খুঁটি ধরে পড়ে ছিল শিশু

Link Copied!

রাজধানীর বংশাল আলুবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামে এক শিশু মারা গেছে। সে আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতো।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে  ৮ টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো.কাউছার জানান, বৃষ্টির সময় তারা কয়েকজন আলুবাজার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।তখন তারা দেখতে পায় ওই শিশু বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত দিয়ে পানিতে পড়ে আছে।এরপর একটি মই দিয়ে ওই শিশুকে টেনে নিয়ে আসি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, গতকাল রাতে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। এতে সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। বৃষ্টির মধ্যে ওই শিশুটি হয়তো রাস্তা পার হওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির সাথে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়ে।

হাসপাতালে ইব্রাহিমের মামা মনির হোসেন জানান,তার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানা এলাকায়। আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতো ইব্রাহিম। সেখানেই থাকতো সে। তবে সে ঘটনার সময় কোথায় যাচ্ছিলো তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসসি//