সময়ের চাকা
ঢাকাSunday , 10 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সময়ের চাকা
November 10, 2024 5:41 pm
Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরের মোল্লাবাড়ি মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মোঃ বাবুল(২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রবিবার (১০ নভেম্বর)সকাল পৌনে নয়টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

বাবুল টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার রাজাপুর গ্রামের মকবুল তালুকদারের ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতো। 

নিহতের সহকর্মী জুয়েল রানা জানান, আমরা দুজনেই নির্মাণ শ্রমিকের কাজ করি। আজ সকালের দিকে কামরাঙ্গীরচরের মোল্লাবাড়ি মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনের আট তলায় আমরা দুজনই কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বাবুল। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান বাবুল আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসসি//