জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বীর বাঘৈর এলাকার এক বাসিন্দা বলেন, এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর রয়েছে। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান। এ সময় তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়রা টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে।
এসসি//