বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সদ্যবিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (০৬ নভেম্বর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখন যেহেতু উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, তাই অবশ্যই উনি এখন দেখতে পারবেন ঘটনা আসলে কী ঘটেছে। আমরা মনে করি সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুলতথ্য প্রচার করা হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে তারা দেখবেন বাংলাদেশে কী ঘটছে বা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আদৌ ঘটেছে কিনা। যুক্তরাষ্ট্রের সদ্যবিজয়ী প্রেসিডেন্ট তখন নিশ্চয়ই প্রকৃত চিত্র জানতে পারবেন।
মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মর্মে সম্প্রতি একটি টুইট করেন।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রেস সচিব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিলের করা একটা রিপোর্টের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন।
শফিকুল আলম বলেন, ওই রিপোর্টে উল্লেখ করা হয় ধর্মীয় কারণে হিন্দু সম্প্রদায়ের ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। অথচ কয়েকদিন আগে নেত্র নিউজ প্রত্যেকটা মৃত্যু কী কারণে রয়েছে তা খুঁজে বের করেছে। তাতে দেখা গেছে- মৃত্যুগুলোর পেছনে ধর্মীয় কারণ ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আমরা আশা করবো সংখ্যালঘু ধর্মীয় নেতারা এসব বিষয়ে সত্য রিপোর্ট দেবেন, দায়িত্বশীল ভূমিকা রাখবেন। আমরা চাই যেটা সত্য সেটা বেরিয়ে আসুক। অসত্য তথ্য যেন কেউ না ছড়ায়। কারণ তাদের এসব রিপোর্ট নিয়ে নানা ধরনের প্রচারণা চলে।
শফিকুল আলম বলেন, এবার দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে। আমরা চাই সংখ্যালঘু সম্প্রদায় সম্পূর্ণ নিরাপদে ধর্মীয় উৎসব পালন করুক।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষাখাতের সংস্কার নিয়ে সরকার কাজ করছে।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর পাসপোর্ট নেওয়ার বিষয়টি সরকার তদন্ত করছে বলে জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে তিনি সংবাদকর্মীদের দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এসসি//