রাজধানীর শ্যামপুরে গ্যাসের লিকেজ থেকে তিনজন দগ্ধ হয়েছে।দগ্ধরা হলেন-মোঃ জামাল উদ্দিন(৫০),মোঃজামিল হোসেন(২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।
সোমবার (২৮ অক্টোবর) রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়।
দগ্ধ জামিলে বাবা ইকবাল হোসেন জানান, ইকবাল হোসেন জানান,শ্যামপুরে সাত তলা নীল বিল্ডিংয়ের সপ্তম তলায় ৩ জন একটি রুমে কথা বলার সময় জামাল নামের তিনি সিগারেট ম্যাচ লাইট দিয়ে সিগারেট ধরানো সময় হঠাৎ রুমে আগুন লেগে যায়। পরে আমরা উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসলে তিনজনকেই ভর্তি দেন চিকিৎসক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা তরিকুল ইসলাম জানান, শ্যামপুর এলাকা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে।তাদের মধ্যে মোঃ জামালের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে, মোহাম্মদ জামিলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে ও মোহাম্মদ তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে তাদের সবাইকে ভর্তি দেওয়া মধ্যে হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এসসি//