রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যান সড়কে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গাড়ির মাঝে পড়েন আব্দুর রহমান(৪০)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আব্দুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বজনরা জানান, চন্দ্রিমা উদ্যানের সেতুর কাছাকাছি সড়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সংবলিত একটি গাড়ির সঙ্গে বেসরকারি একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় আরোহীসহ মোটরসাইকেল গাড়ি দুটির মাঝে পড়ে যায়।তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মোটরসাইকেল চালক মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতের স্বজনরা থানায় রয়েছেন।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসসি//