পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও নেপাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে
বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা, জ্বালানি, পরিবহন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।এসময় বাংলাদেশে নেপালের শিক্ষার্থী বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এসসি//