জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এর আগে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর মধ্য দিয়ে তিন দশকের মধ্যে এটিই হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের প্রথম বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের বিষয়টি।
পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে এতে। এ ছাড়া ভারত ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিষয়সহ ১৬ বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এদিকে, ড.মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি স্বাগত-সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। এতে উভয় দলের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এসসি//