কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “নার্সিং ও মিডওয়াইফারি” সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১ দফা দাবিতে
অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।
পরে অবস্থান কর্মসূচি শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবি করে আসছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক পদগুলোতে আমাদের যোগ্য নার্সদের যেন সঠিকভাবে পদায়ন করা হয়।
তিনি আরও বলেন,আমরা দীর্ঘ ১৪ দিন যাবত আমাদের এক দফা দাবিতে রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয়।
তাই আজকে এই সমাবেশ শেষে আমরা প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি। আমরা আশা করি বর্তমান সরকার আমাদের ন্যায্য দাবিগুলো পূরণে আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন।
ঢামেকের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা বেগম বলেন, স্বাস্থ্য ও নার্সিং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য নার্সদের বিকল্প নাই। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারিন্টেনডেন্ট ও
ডেপুটি সুপারিন্টেনডেন্ট এই দুইটি পদ আছে। আপনারাই বলেন এই দুইটি পদ দিয়ে কি একটি হাসপাতাল পরিচালনা করা যায়। অথচ স্বাস্থ্য সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ নার্সিং সেবা। অথচ আমাদের প্রশাসন ক্যাডার কটাক্ষ করে আমাদেরকে বলেন এই যোগ্য পেশায় নাকি যোগ্য, শিক্ষিত ও দক্ষ কোন নার্স নেই।আমরা অধিকাংশই এই পেশায় ডিপ্লোমা ডিগ্রিধারী। তারপরেও আজ আমরা অবাঞ্চিত ও অবহেলিত। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ নুরুল আনোয়ার,সদস্য সচিব কেন্দ্রীয় আহবায়ক কমিটি নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ,সদস্য সচিব ড. নুরুল আনোয়ার,নার্স শিক্ষক রওশন আরা। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন নার্সিংও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় আহবায় কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন ।
এসসি//