সময়ের চাকা
ঢাকাSaturday , 21 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

নয়াপল্টনে আন্দোলনে নিহত যুবদল কর্মীর জানাজা অনুষ্ঠিত

Link Copied!

স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার (২৬) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

শহীদ যুবদল কর্মী নয়ন মিয়ার মাগফেরাত কামনা করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্যদিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্যা ছাত্রদের হত্যা করেছে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে নয়ন মিয়ার প্রাণ গেছে। আমাদের অনেক ভাইয়ের প্রাণ গেছে, রক্ত ঝরেছে। এই রক্ত কখনো বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করেছে।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন,স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে।কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিএনপি নেতা কর্মীদেরকে সর্বপ্রথমে গ্রেফতার-নির্যাতন করা হয়েছে। তাদের ওপর কারাগারে অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামীলীগ গুম-খুন, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

উল্লেখ্য,শহীদ মোহাম্মদ নয়ন মিয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড কর্মী ছিলেন। হাসিনা পতন আন্দোলনে, হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে ৪ঠা আগস্ট রাজধানীর কাঠালবাগান এলাকায় তিনি আহত হয়। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শাহাদত বরন করেন।

এসসি//