রাজধানীর কাঠালবাগান এলাকায় গুলিতে আহত যুবদল কর্মী নয়ন মিয়া(২৬) মারা গেছেন। সে ওই এলাকায় একটি গ্যারেজে কাজ করতো।
শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে।
নয়ন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষিণ গাবদা গ্রামের লোকমান হোসেনের ছেলে ছিল। বর্তমানে কাঁঠাল বাগান এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের শ্বশুর এরশাদুল হক জানান, গত ৪ ই আগস্ট বিকেলের দিকে আমার মেয়ের জামাই নয়ন মিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে কাঠালবাগান ঢালের একটু সামনে যাওয়া মাত্রই হঠাৎ একটি গুলি তার মাথায় এসে লাগে। পরে আমরা খবর পেয়ে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এখানে ৪৮ দিন চিকিৎসা শেষে আজ সকালের দিকে মারা যায় নয়ন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসসি//