রাজধানীর সাইন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর)দুপুর থেকে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেল চারটা থেকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোঃ তুষার (১৮),অনিম(২১), সিজান (১৮),রিফাত (২১),আরাফাত (২১), নিরব (২১), শরিফ (২১), ইয়াকুব (১৮),মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮), তানভীর (১৮), সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮),অরিকুল ইসলাম রাজীব (২৫), মো আলী (১৭) হাসান (১৮), ইসমাইল (১৮),ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮),তামিম (১৮), তাসফিকুর রহমান (১৭),আশিক (১৮), রাজ (১৮), মেহেদী (১৮)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে আহত অবস্থায় অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসেছে। অনেকে চিকিৎসা সেবা নিয়ে চলে গেছেন এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন।
এসসি//