সময়ের চাকা
ঢাকাThursday , 19 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ঢাবির হত্যাকাণ্ডের ঘটনায় আহমাদুল্লাহ’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আস্ সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার ও ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

এর আগে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন আহমাদুল্লাহ।

তিনি লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না, সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটাল। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তিনি আরও লিখেছেন, এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক, তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে ঢাবির হলে চোর সন্দেহে একদল ছাত্র মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে দফায় দফায় মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এসসি//