সময়ের চাকা
ঢাকাThursday , 19 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

বাড্ডায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Link Copied!

রাজধানীর বাড্ডার আফতাবনগর ডি-ব্লক এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মোঃ জাহিদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের মামাতো ভাই শামীম জানান,আমার ভাই ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতো।দুপুরের দিকে আফতাব নগর ডি-ব্লকের নির্মাণাধীন ৮ তলা ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টার ছেনি দিয়ে কাটার সময় বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,আমাদের বাড়ি পটুয়াখালী জেলা বাউফল থানা চন্দ্রপাড়া গ্রামে। সে ওই এলাকার জালাল হোসেন ছিল। বর্তমানে আফতাব নগর এলাকায় থাকতেন।

মৃত্যুর চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএসআই/এসএএ//