সময়ের চাকা
ঢাকাWednesday , 6 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

Link Copied!

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে ফক্স নিউজ ও অন্যান্য শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে জয়লাভ করেছেন, যা তার বিজয়কে আরও শক্তিশালী করেছে। এই রাজ্যগুলোতে বিজয় তাকে প্রেসিডেন্ট পদের দিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এপি’র প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান পার্টি সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্প চার বছর পর আবারও হোয়াইট হাউসে ফিরে আসছেন, যা তার রাজনৈতিক জীবনে এক অসাধারণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে এক জমকালো সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

তিনি আরও বলেন, ‘এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি।’ তার ভাষণে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনার সঞ্চার হয়।

প্রসঙ্গত, ফক্স নিউজের প্রাথমিক ফলাফলের বিশ্লেষণে দেখা যায় যে, ট্রাম্প ইতোমধ্যেই ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন, যা তাকে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোটের সীমা ছাড়িয়ে দিয়েছে। অপরদিকে, ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ভোট অর্জন করেছেন। মোট ৫০টি অঙ্গরাজ্যের ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প আরও কিছু রাজ্যের ভোটও নিশ্চিত করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

এসসি//