সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন ৩৫-প্রত্যাশী আন্দোনকারীর। এদিন শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা। পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে শাহবাগ থানার সামনে ফুলের দোকানগুলোর সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে তারা মিছিল নিয়ে শিক্ষাভবন অভিমুখে যাত্রা করেন।
তবে হাইকোর্ট এলাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ওপর জলকামান দিয়ে পানি ছিটাতে শুরু করেন। একই সঙ্গে লাঠিচার্জ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন ৩৫-প্রত্যাশীরা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। গত ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তাছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে বসতে পারবেন এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।
এসসি//