ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রদর্শন করেছে অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশের রাজনীতিতে আপাতত আওয়ামী লীগের কোনো স্থান নেই।
ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।বুধবার (৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
শেখা হসিনাকে দেশে প্রত্যপর্ণ করার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে না।
এর কারণ হিসেবে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, সম্ভবত দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা এড়াতেই এমন সিদ্ধান্তের কথা জানান ড. মুহাম্মদ ইউনূস।
মুহাম্মদ ইউনূসের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, “স্বল্প সময়ের জন্য হলেও, নিশ্চিতভাবেই এই দলের কোনো স্থান বাংলাদেশে নেই। আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে নেই।”
তিনি বলেন, “আওয়ামী সরকার বিগত ১৫ বছরে জনগণকে নিয়ন্ত্রণ করেছে, রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেছে এমনকি নিজেদের স্বার্থ বাড়ানোর জন্য প্রতিষ্ঠানগুলোকেও নিয়ন্ত্রণ করেছে তারা।”
গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসসি//