সময়ের চাকা
ঢাকাWednesday , 16 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

৪৩ তম বিসিএসে ২০৬৪ জনের নিয়োগ,৯৯ জনের ফল স্থগিত

Link Copied!

৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বর্তমানে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তবে ৯৯ জনের ফল স্থগিত রয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে ৯৯ জনের ফল স্থগিত হওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তখন ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর সুপারিশকৃত ২৫৫ জনের বিষয় পুনরায় যাচাই-বাছাই শুরু করে অন্তর্বর্তী সরকার।

যাচাই চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পরিবর্তিত পরিস্থিতির কারণে আরও যাচাইয়ের জন্য ২৫৫ জনের গোয়েন্দা প্রতিবেদন বিশেষ শাখায় পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এসসি//