ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের বিরতি নিয়ে স্বামী প্রখ্যাত পপস্টার নিক জোনাস আর কন্যা মালতী মেরীকে নিয়ে ঘুরতে গিয়েছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।
পরিবার নিয়ে দক্ষিণ ফ্রান্সে ঘুরতে গিয়েছেন প্রিয়ঙ্কা। বিদেশ সফরে গিয়ে ইন্সটাগ্রামে কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন তিনি। পোস্টে লেখা রয়েছে,জীবনের ভালবাসার মানুষদের সঙ্গে বিশেষ বিরতি।পরনে বাদামি রঙের বিকিনি। স্বামী নিক জোনাসের উপর এলিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা।
দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন প্রিয়াঙ্কারা। জানলার ওপারেই সমুদ্রসৈকত। সমুদ্র দেখতে দেখতে পানাহারের আয়োজন।
সমুদ্রের মাঝে রোদ পোহাচ্ছেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার কোলে বসে মালতি। মায়ের সঙ্গে খুনসুটি করছে সে।
ইয়টে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। পরনে সাদা ও বাদামি ডোরাকাটা শার্ট। হাঁটু ভাঁজ করে তার উপর ডান হাতটি রেখেছেন। ডান হাতের উপর দেখা যাচ্ছে একটি মুখাবয়ব। যেন একটি শিশুকন্যার মুখের রেখাচিত্র।