সময়ের চাকা
ঢাকাWednesday , 9 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

বাড্ডায় অফিসে যাওয়ার সময় আকাশ পরিবহনের চাপায় নারী নিহত

Link Copied!

রাজধানীর উত্তর বাড্ডায় অফিসে যাওয়ার সময় আকাশ পরিবহনের দুই বাসের চাপা পড়ে তাসনিম জাহান আইরিন(২৪) নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় তার বড় বোন নুসরাত জাহান জেরিন(২৮) আহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট পদে চাকরি করতেন।এই ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত একটি বেসরকারি কোম্পানির নারী চাকুরীজীবী তাসনিম জাহান আইরিন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাসনিম জাহান আইরিন নিহত হন। আহত নুসরাত জাহান জেরিনকে এবার কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ পাঠায় পুলিশ।

নিহতের সহকর্মী শেখ রফিক আহমেদ বলেন, তারা দুই বোনই আমাদের এখানে চাকরি করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এক বছর যাবত আমাদের এখানে কাজ করছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের এখানে কাজ করছিলেন।সকালে অফিসে আসার পথে উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে এ সময় দুই মাসের মাঝখানে পড়ে যায় তাসনিম জাহান আইরিন। তাকে ওই বাস টেনে হিঁচড়ে অনেক সামনে নিয়ে যায় এতে ঘটনা ঘটনা স্থলেই মারা যায় এবং তার বোন নুসরাত জাহান জেরিন আহত হয়। সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের বাবা এস এম সাইফুল আলম ছগির বলেন, আমার দুই মেয়ে সকালে বাসা থেকে বের হয় পরে জানতে পারলাম আকাশ পরিবহনের ২ বাসে মাঝখানে পড়ে আমার মেয়ে তাসনিম জাহান আইরিন মারা গেছে।আমাদের বাসা পল্লবী থানার পলাশনগর এলাকায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, সকালের দিকে বাড্ডা থানার সুবাস্তর বিপরীত পাশে আকাশ পরিবহনের চাপায় তাসনিম জাহান আইরিন নামে একজন নিহত হয়। এই ঘটনায় আকাশ পরিবহন এবং চালককে আটক করা হয়েছে।ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসসি//