বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যার ঘটনায় মূল আসামি রুমনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
মঙ্গলবার(১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে মঙ্গলবার(১ অক্টোবর) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
বুধবার(২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য যে, গত শনিবার (২৯ সেপ্টেম্বর) নিহতরা হলেন-মো. রফিকুল শিকদার (৮০) ও মো. সাব্বির (১৬)। শনিবার সকাল সাড়ে ১১টায় গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর রোডের ২১ নম্বর খালি প্লটে শোবার ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিক ওই প্লটের কেয়ারটেকার, আর সাব্বির তার চায়ের দোকানের কর্মচারী।
এসসি/