সময়ের চাকা
ঢাকাMonday , 30 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

৩ ঘন্টার কর্মবিরতির ঘোষণা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের

Link Copied!

এক দফা দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টার কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ডঃ মোঃ শরিফুল ইসলাম।

সোমবার(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিয়ে তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ আমাদের লালব‍্যাজ ধারণ করে প্রতীকী কর্ম কর্মবিরতি পালন করেছি। দাবি আদায় না হওয়ায় আগামীকাল থেকে সারাদেশে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালন করব। এরপর দুই তারিখ বুধবার থেকে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৫ ঘন্টা কর্ম বিরতি পালন করব। দাবি আদায় না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হাসপাতালের জরুরী বিভাগ, ইমারজেন্সিওটি,আইসিইউ,সিসিইউ,ডায়ালিসিস, পি আই সি ইউ লেবার ওয়ার্ড সহ ইউনিট গুলো কর্ম বিরতির আওতা মুক্ত থাকবে বলে।

আহবায়ক শরিফুল ইসলাম বলেন, আমাদের দাবি আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়ন করা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন কিন্তু আমাদের কয়েকজনকে দেখা করতে বলা হয়েছিল কিন্তু তারা আমাদের সচিবালায় ঢুকতেই দেয়নি আমাদের সাথে প্রহসন করেছে এবং আমাদের দাবি-দাওয়া কিছুই তারা মেনে নেয়নি।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিটফোর্ড) কলেজ হাসপাতালের নার্স ও মিডওয়াইফারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসসি//