সময়ের চাকা
ঢাকাThursday , 7 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

যুক্তরাষ্ট্রের আইনসভায় ৫ বাংলাদেশির জয়

Link Copied!

অতি সম্প্রতি শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন;সেই সঙ্গে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং স্থানীয় সরকার পর্যায়েও নির্বাচন হয়েছে। সেসব নির্বাচনে জয়ী হয়েছেন ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

এরা হলেন শেখ এম.রহমান, নাবিলা ইসলাম, মাসুদুর রহমান, আবুল খান এবং ড. নুরান নবী।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট আসান ১০০টি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির জন্য দু’টি করে আসন বরাদ্দ এ কক্ষে।

শেখ এম. রহমান এবং নাবিলা ইসলাম উভয়ই জর্জিয়া অঙ্গরাজ্য থেকে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। শেখ রহমান এই নিয়ে চতুর্থবারের মতো সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন; আর নাবিলা নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো।

অপর ডেমোক্র্যাট সদস্য মাসুদুর রহমান সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে। নাবিলা ইসলামের মতো তিনিও দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কের নিউ হ্যাম্পশায়ার জেলা থেকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হয়েছেন আবুল খান। তিনি রিপাবলিকান পার্টির নিউ হ্যাম্পশায়ার শাখার একজন নেতা। এই নিয়ে সপ্তমবার নির্বাচিত হলেন তিনি।

আবুল খান গণমাধ্যমকে বলেন, ‘আমি খুবই আপ্লুত। মানুষ আমাকে সপ্তমবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান দল থেকে থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব।”

এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান জেলা (কাউন্টি) ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তদের ফলাফল এখনো জানা যায়নি।

এসসি//