ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় আতশবাজির আগুনে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিষের ভাষ্য, কালিপূজা উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি পুড়িয়ে আনন্দ করছিল শিশু-কিশোররা। হঠাৎ আতশবাজির আগুন পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে সবাই বের হতে পারলেও তিন শিশু বের হতে পারে না। আগুনে ঝলসে যায় তিনজন।
হাওড়ার ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ জানিয়েছেন, তিনটি শিশুর (৯ বছর, ৪ বছর এবং আড়াই বছর বয়সী) পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র-এনডিটিভি
এসসি//