সময়ের চাকা
ঢাকাSunday , 27 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৪ সেনা নিহত

Link Copied!

দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে আহত হয়েছেন আরও ১৪ সেনা।

রোববার (২৭ অক্টোবর) দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আইডিএফ জানায়, শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে যুদ্ধে চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ সেনা। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে নিহত সবাই একই ব্রিগেডের ছিলেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপকমান্ডার, একজন সামরিক রাব্বি এবং একজন সাধারণ সেনা।

এ নিয়ে গোষ্ঠীটির সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৩৩ জন সৈন্য নিহত হয়েছে।

এদিকে আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ লেবাননের নাবাতিহ গভর্নরেটে অবস্থিত একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজনের মৃত্যু হয়। হামলায় দুটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আরেকটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে মধ্যরাতের পরপরই শহরটির ডুইর অঞ্চলে আরেকটি আক্রমণ চালায় ইসরায়েল। এতে একটি বাড়ি ধ্বংস হয়ে যায়। কিন্তু কোন নিহতের ঘটনা ঘটেনি।

এসসি//