সময়ের চাকা
ঢাকাWednesday , 23 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ফের তেল আবিবে রকেট ছুড়েছে হিজবুল্লাহ

Link Copied!

ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা লেবানন থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করতে সক্ষম হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ বুধবার সকালে তেল আবিব লক্ষ্য করে দুটি দূরপাল্লার রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইডিএফ দাবি করেছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি রকেট প্রতিহত করেছে। তারপরও সতর্কতা হিসেবে তেল আবিব, হাইফা ও উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বাজানো হয়েছে।

এ ছাড়া মেটুলা, মিসগাভ আম এবং কেফার গিলাদিসহ উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে রকেট সাইরেনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আইডিএফ ক্ষয়ক্ষতির কথা না জানালেও টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলে একটি রকেট ঠেকানোর সময় হারজলিয়া এলাকায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল মঙ্গলবারেও তেল আবিবে রকটে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। এরপর তেল আবিবে জরুরি অবস্থা জারি করে ইসরালি কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে আবারও তেল আবিবে রকেট ছুড়ল হিজবুল্লাহ।

গতকাল তেল আবিবের শহরতলির নিরিট এলাকায় রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। তবে গতকালের হামলাতেও কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষকি হয়নি।

নিরিট এলাকায় হামলার পর হিজবুল্লাহ বলেছিল, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে গত শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত হামলা করে যাচ্ছে হিজবুল্লাহ। 

তবে গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননের দক্ষিণে নির্বিচারে হামলা শুরু করলে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে বড় আকারে সংঘাত ছড়িয়ে পড়ে। লেবাননে বিমান হামলার পাশপাশি গত মাস থেকে স্থল অভিযানও শুরু করে ইসরায়েলি বাহিনী।

এসসি//