সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মার্কিনিদের পক্ষ থেকে এর কোনো পাল্টা হামলার ঘটনা ঘটে এবং এ হামলার দায় কেউ স্বীকারও করেনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) লেবাননের টেলিভিশন নেটওয়ার্ক আল-মাহেদীন-এর বরাত দিয়ে ইরানের বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)এ খবর জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার সকালে লেবাননের টেলিভিশন নেটওয়ার্ক আল-মাহেদীন জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় খারাব আল-জিরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে আকাশপথে হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তাছাড়া এ হামলার দায় কেউ স্বীকারও করেনি।
খবরে আরো বলা হয়, সিরিয়ার কোনিকো গ্যাস ফিল্ডে অবস্থিত সেনাবাহিনীর ঘাঁটি থেকে প্রায়ই হাওজিয়া সকর এবং আল-জাফরা গ্রামে হামলার ঘটনা ঘটে।
এদিকে, সিরিয়ার সরকার প্রায়ই অভিযোগ করে থাকে যে, মার্কিন সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী দেশটির পূর্বাঞ্চলীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে অবস্থিত তেল কেন্দ্রগুলোতে লুটপাট চালিয়ে থাকে।
২০১৭ সালের ডিসেম্বরে এ এলাকা থেকে ইসলামিক স্টেট (আইএস) বিতাড়িত হওয়ার পর মার্কিন সেনাবাহিনী একটি ঘাঁটি তৈরি করে সেখানে অবস্থান করে আসছে।
এসসি//