নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় ‘ইউনিক নার্সিং কলেজ’ দখলের চেষ্টা ও চাঁদাবাজি অভিযোগ উঠেছে মুগদা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো শরীফ মিয়ার বিরুদ্ধে।এই ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন মানবাধিকার কর্মী তাহমিনা আক্তার ও ইউনিক নার্সিং কলেজের মালিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন মানবাধিকার কর্মী তাহমিনা আক্তার।অভিযোগে তিনি উল্লেখ করেন,শরীফ মিয়া, ইউআইডি নং-২০২০০৫৩৩৫৫১, সিনিয়র স্টাফ নার্স, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। সে ফ্যাসিবাদি সরকারের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এর ঘনিষ্ট লোক পরিচয়ে সাধারণ নার্সদের হুমকি ও বদলীর ভয়-ভীতি দেখিয়ে টাকা আত্বসাৎ করতো। বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে একই পরিচয়ে চাঁদা দাবী ও উত্তোলন করতো। এ বিষয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। তার ফেইসবুক পেইজে [Sorif Mia (Sorif)] বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে বিভিন্ন ধরণের প্রচারণা ও পোষ্ট করে আসছে।সে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর স্থানীয় মাদক ব্যবসা সিন্ডিকেট এর সাথে জরিয়ে পরে এবং সে নিজেও নিয়মিত মাদক সেবন করে।
পূর্বে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল,সুনামগঞ্জ বদলী করা হয়। আরো জানা যায় যে,২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, সুনামগঞ্জ ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া ফরওয়ার্ডিং নিয়ে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ন এর সুপারিশে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয় এবং পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বদলী হয়। বর্তমানে তার ফেইসবুক পেইজ থেকে সরকারি আদেশের বিরোধিতা করে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ও কমেন্টস করে আসছে।
এমতাবস্থায়,শরীফ মিয়া সিনিয়র স্টাফ নার্স, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এসব অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়,স্বাস্থ্য মন্ত্রণালয়,স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ও নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে পাঠানো হয়েছে।
জানা যায়,২০২২ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে বদলি করা হয়। শরীফ মিয়ার বাড়ি নরসিংদী জেলায়। সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দিতেন। সুনামগঞ্জের তত্ত্বাবধায়কের স্বাক্ষর জাল করে নুরুল মজিদের সুপারিশে মুগদা জেনারেল হাসপাতালে সংযুক্তিতে আসেন পরবর্তীতে তিনি সেখানে নার্স হিসেবে যোগদান করেন। সে সময় তিনি নুরুল মজিদের নাম বানিয়ে বিভিন্নজনকে হয়রানি ও হুমকি দিতেন। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড এলাকায় ইউনিক নার্সিং কলেজের মালিকানা দাবি করে সেখান থেকে কলেজের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একাউন্টস রুমে ঢুকে ২০ লক্ষ টাকা নিয়ে যাওয়ার একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।চলতি বছরের মে মাসের ১০ তারিখে দুপুরের দিকে তিনজন লোক একাউন্টস রুম থেকে ফাইল এবং টাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাচ্ছেন এমন একটি সিসি ফুটেজ রয়েছে। পরবর্তীতে এই ঘটনায় ফতুল্লা থানার অভিযোগ দায়ের এবং সম্প্রতি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের ফেসবুকে অপপ্রচার চালানো শরীফ মিয়ার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।
গত ২৮ নভেম্বর ইউনিক নার্সিং কলেজের মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি(জিডি)(জিডি-নং-২৯৭৫) করেন।জিডিতে তিনি উল্লেখ করেন, আমি বীর মুক্তিযোদ্ধা-মোঃ আব্দুল হামিদ (৬৭), পিতা- মোঃ কফিল উদ্দিন, সাং- লোকমান মেম্বারের বাড়ী, জালকুড়ি, ডাকঘর- জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী মোঃ শরীফ মিয়া (৩১), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং- জবের বাড়ী, ব্রাহ্মণেরগাঁও, বড় চাপা-১৬৫২, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, এ/পি- সাইনবোর্ড, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে লিখিতভাবে জানাইতেছি যে, আমি সহ আমার সঙ্গীয় মোঃ আব্দুর রশিদ (৬১) ও জাহানারা বেগম (৬০) ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সাকিনস্থ “ইউনিক নার্সিং কলেজ” নামক শিক্ষা প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী। বিবাদী দীর্ঘদিন যাবৎ আমাদের উক্ত প্রতিষ্ঠানের নামে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেইসবুক আইডি ও পেইজ খুলিয়া মিথ্যা অপবাদ রটাইয়া আসিতেছে, এমনকি বিবাদী উক্ত ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন লোকজনের নিকট হইতে প্রতিষ্ঠানে ভর্তির কথা বলিয়া টাকা হাতিয়ে নেয়।
ফেসবুক লিংক-https://www.facebook.com/profile.
phpid=61561957525803&mibextid=ZbWK
wL.https://www.facebook.com/profile.php?id=100080147777322&mibextid=Zb WKwL। এ ব্যাপারে আমি ০১/১১/২০২৪ইং তারিখে সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আমি বিবাদীর ০১৭২১০৫৩২৬৩ নম্বর সংগ্রহ করিয়া তাহাকে ফোন করিয়া আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানোর কারণ জিজ্ঞাসা করিলে বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতঃ জানায় যে,বিবাদী এরূপ কার্যকলাপ বন্ধ করিবে না, আর যদি আমি এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করি বা কোথাও কোন প্রকার অভিযোগ করি তাহা হইলে আমাদের মিথ্যা মামলা দিয়া হয়রানি করিবেসহ প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। বর্তমানে বিবাদী সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অবপাদ রটাইতেছে এবং বিভিন্ন বিভ্রান্তি মূলক পোষ্ট করিয়া ও টাকা চাহিয়া ছাত্র ছাত্রী সহ অন্যান্য মানুষদের হয়রানি করিতেছে, যাহাতে আমার প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতিগ্রস্থ ও মান সম্মান ক্ষুন্য হইতেছে। এমতাবস্থায় আমি কোন উপায়ান্তর না পাইয়া বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় আসিয়া সাধারণ ডায়েরী দায়ের করার আবেদন করিলাম।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোঃ শরীফ মিয়া বলেন,আপনি যেসব অভিযোগের কথা বলছেন এই বিষয়গুলি আমি জানি কিন্তু এসব অভিযোগের কোনটি সত্য নয়। একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য আমার নামে এসব পোপাান্ডা ছড়াচ্ছে। আমি কোন কিছুর সাথেই জড়িত নই। আপনি সুনামগঞ্জের তত্ত্বাবধায়কের সই জাল করে ঢাকায় পোস্টিং হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি মিথ্যা। আমি বর্তমানে সুনামগঞ্জে আছি একটি কাগজ নিতে এসেছি ঢাকায় এসে আপনার সাথে সাক্ষাতে বিস্তারিত বলবো।
এসসি//