রাজধানীর মোহাম্মদপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক নাঈমুর রহমানকে পিটিয়ে তার ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার(১৬ নভেম্বর) বিকালের দিকে তাদের মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ইয়াছিন @ভাগন্না ইয়াছিন (২০),শিহাব (২২)মানিক(৩০)।
রবিবার তিন ছিনতাইকারী গ্রেপ্তার ও ক্যামেরা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি নিক্বণ ডি-৮৫০ ক্যামেরা লেন্স উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দস্যুতার কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইয়ের শিকার সাংবাদিক নাঈমুর রহমান বলেন, ‘আমার খোয়া যাওয়া ক্যামেরাটি পুলিশ উদ্ধার করেছে।সেটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আমার কাছে হস্তান্তর করা হবে। এজন্য মোহাম্মদপুর থানা-পুলিশকে ধন্যবাদ জানাই। এ ছাড়া আমার মোবাইল ও ম্যানিবাগ ছিনতাই হয়েছিলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।’
এসসি//