রাজধানীর সবুজবাগের পশ্চিম রাজারবাগের একটি বাসার টয়লেটের ভেন্টিলেটরে ঝুলছিল মরিয়ম(৮) নামে এক শিশুর মরদেহ।মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
নিহত শিশু মরিয়মের বাবা মাসুদ খান জানান, আমার দুই মেয়ের মধ্যে মরিয়ম ছিল বড়। আমরা সবুজবাগে এলাকার দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকি।আমার মেয়ে মরিয়ম সবুজবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। মরিয়ম গতকাল স্কুল থেকে বাসায় ফিরে এসে হাতমুখ না ধুয়েই ভাত খেতে বসতে চাইলে তার মা বকা দিয়ে বলে প্রতিদিন তুই হাতমুখ না ধুয়ে স্কুল থেকে ফিরেই ভাত খাস। যা আগে হাতমুখ ধুয়ে আয়।এতে অভিমান করে টয়লেটে গিয়ে ভেন্টিলেটরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে আমরা বাথরুমে অনেক ডাকাডাকি করলেও দরজা না খুললে দরজা ভেঙে দেখি সে বাথরুমের ভেন্টিলেটরের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে।পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।
এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফুল্লাহ জানান,খবর পেয়ে মুগদা মেডিকেলের জরুরী বিভাগের টলির উপর থেকে ওই শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করি।পরিবারের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি দুপুরের খাবার নিয়ে পরিবারের সাথে অভিমান করে টয়লেটে ভেন্টিলেটরের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে এ কাজটি করে মরিয়ম।
এসআই আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আশরাফুল্লাহ।
এসসি//