রাজধানীর মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
যার মধ্যে রয়েছে ছয়টি ১২ বোর শটগানের সীসা গুলি, একটি ৭.৬২ চাইনিজ রাইফেলের গুলি, তিনটি .২২ বোরের গুলি ও একটি স্টিলের তৈরি পুলিশের মনোগ্রাম।
রোববার (১০ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন স্থানে একটি লাল রঙের ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল উল্লিখিত স্থানে লাল রঙের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এসসি//