যশোরে কারাগার থেকে বের হওয়ার একদিন পর প্রকাশ্যে এক যুবদল কর্মীকে বোমা মেরে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় এক ছাত্রদল নেতা ও বিএনপির কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।
শনিবার দুপুরে জেলার ঝিকরগাছা উপজেলার পৌর শহরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম পিয়াল হাসান (২৭)। তিনি উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে এবং যুবদল কর্মী ছিলেন।
পিয়ালের বাবা জানান, সে দুপুরে ভাত খেতে বাড়ি ফিরছিল। হল রোড পৌঁছালে তার ওপর হামলা হয়। এসময় সে বাঁচতে দৌড়ে গালর্স স্কুলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু পিছু নিয়ে সেখানে কুপিয়ে ও বোমা মেরে হত্যা নিশ্চিত করা হয়।
তার দাবি, ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিছু দুর্বৃত্ত এই হত্যা ঘটিয়েছে।
চাচা সিরাজুল ইসলাম বলেন, পিয়াল শামীম-শাহীনের বাবা কামারুল ইসলামকে ছুরিকাঘাতের মামলায় অভিযুক্ত। গত বৃহস্পতিবার কারাগার সে থেকে জামিনে বের হয়েছে।এ নিয়ে শনিবার সন্ধ্যায় মীমাংসা বৈঠকের কথা ছিল। এর আগেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, আগের শত্রুতা থেকে এই হত্যা।মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।
এসসি//