রাজধানীর মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মোঃ ওমর (২০) ও লিটন (৩০) নামে এক যুবক গুরুতর আহত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে।আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত ওমরের বোন চাঁদনী জানান, আমার ভাই পেশায় মোটরসাইকেল মেকানিক। সকালের দিকে বিহারী ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ হলে আমার ভাইয়ের শরীরে ককটেলে স্প্রিন্টার এসে লাগে এতে আমার ভাই লিটন নামে দুইজন গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।বর্তমানে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামের রাজা মিয়ার সন্তান।বর্তমানে বিহারী ক্যাম্পে ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মোহাম্মদপুরে বিহারী ক্যাম্প থেকে আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আহতদের পরিবার জানায় জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত হয় তারা।
এসসি//