ঢাকার কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ নয়ন (২৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। এ সময় অটো রিক্সাটি নিয়ে যায় ছিনতাকারীরা।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নহুরী গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। বর্তমানে কেরানীগঞ্জের তালতলা এলাকায় ভাড়া থাকতো।
নিহতের ফুফাতো ভাই রিফাত জানান, প্রতিদিনের মতো আজ সকালেও অটোরিক্সা নিয়ে বাসা থেকে বেরিয়ে ছিল নয়ন। সকাল আটটার দিকে গোলাম বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় ৪/৫ জন ছিনতাইকারী পিছন থেকে নয়নকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।এ সময় ছিনতাইকারীরা তার অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।পরে
খবর পেয়ে আমরা নয়নকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসসি//