৬ বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার তুরস্ক থেকে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় মাহমুদুর রহমান অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে।
এ সময় ছাত্র জনতার বিপ্লবের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। মাহমুদুর রহমান বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে, ফ্যাসিবাদী চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান।’ মাহমুদুর রহমান জানান, উদ্ভট বিচিত্র মামলায় অন্যায়ভাবে ৭ বছরের সাজা দিয়েছিল হাসিনা সরকার। শতাধিক মামলা রয়েছে তার নামে। এসব মামলার আইনি মোকাবেলা করার কথাও বলেন তিনি। শেখ হাসিনার আমলে ৫ বছর জেল খাটার কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘আইনি মোকাবিলায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আরও ৫ মাস জেল খাটলেও অসুবিধা নেই।’ জেল থেকে বের হয়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তিনি কথা বলবেন। যে বিপ্লব অর্জিত হয়েছে, তা যেন দীর্ঘমেয়াদি হয় এমনটাও প্রত্যাশা করেন মাহমুদুর রহমান।
এসসি//