ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের মতো তারাও কোথায় আছেন জানেন না কেউ। শুধু তাই নয়, আওয়ামী লীগের পক্ষ থেকে অজ্ঞাত স্থান থেকে মাঝেমধ্যে বিবৃতি এলেও ছাত্রলীগের পক্ষ থেকে তেমন কিছুও নজরে আসেনি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের দেড় মাসেরও বেশি সময় পর হঠাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নামে বিবৃতি প্রকাশিত হয়েছে।
ছাত্রলীগের প্যাডে দেওয়া বিবৃতিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এসসি//