সময়ের চাকা
ঢাকাSaturday , 21 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ড.ইউনূসের সাথে বৈঠক না করতে মোদিকে চিঠি ভারতের চাকমা নেতাদের 

Link Copied!

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছেন ভারতের চাকমা সম্প্রদায়ের নেতারা। পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) আদিবাসী পাহাড়িদের বিরুদ্ধে চলমান সহিংসতার প্রতিক্রিয়ায় এই আবেদন করা হয়েছে বলে শনিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম নর্থইস্ট টুডে।

চিঠিতে তারা বলেছেন, উপজাতি এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যেন তিনি ভারতের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেন। এতে তারা দাবি করেছেন, বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এতে তিন উপজাতির মৃত্যু হয়েছে।

চাকমা প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে যেকোনো কূটনৈতিক সম্পৃক্ততা পুনর্বিবেচনা করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, “আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো সংলাপ বা বৈঠক না করার জন্য এবং পার্বত্য উপজাতি ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কমানোর জন্য আপনাকে (মোদিকে) অনুরোধ করছি। “

এই চিঠিতে মিজোরামের সাবেক মন্ত্রী ও জাতীয় পরিষদের কয়েকজন নেতাও স্বাক্ষর করেছেন।

সূত্র-নর্থইস্ট টুডে

এসসি//