রাজধানীর মুগদার খালপাড় এলাকায় দরজা ভেঙে রুমা আক্তার(১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর)দুপুরের দিকে তার মরদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
রুমা আক্তার এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়।তার পিতার নাম আব্দুল আজিজ। বর্তমানে এসে মুগদা থানার খালপাড় লিয়াকত আলীর বাসায় স্বামীকে নিয়ে ভাড়া থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানা রূপক পরিদর্শক(এসআই) সৈয়দা আফসানা আফরোজ। তিনি বলেন, ভালোবেসে শরীফ নামে এক যুবককে ৮-৯ মাস আগে বিয়ে করে।
গতকাল প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদের খবর দেয় পরে দরজা ভেঙে ওই রুমা আক্তার নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, তার স্বামী পেশায় একজন লেবার আমরা ঘটনাস্থলে গিয়ে তার স্বামীকে পায়নি।এরপর তার স্বামীর মোবাইল নাম্বার নিয়ে তার স্বামীকে ফোন দিলে পাশেই মোবাইল ফোনটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। তবে কি কারণে এই ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত রুমা আক্তারের স্বামী শরীফকে পেলে কোন তথ্য পাওয়া যেতে পারে।
এসসি//