সময়ের চাকা
ঢাকাMonday , 2 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

মিরপুরে বিস্ফোরণে বাবা-মার পর চলে গেল শিশু আব্দুল্লাহও

Link Copied!

রাজধানীর মিরপুর-১১ একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ মোঃ  আব্দুল্লাহ(১০)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

সোমবার(২ ডিসেম্বর) ভোর রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান,মিরপুরের পল্লবী থেকে গত ২৪ নভেম্বর সাতজন দগ্ধ হয়ে এসেছিল।তাদের মধ্যে আব্দুল খলিল ও রুমা আক্তারের মৃত্যু হয়। আজ ভোরের দিকে আইসিইউতে আব্দুল্লাহ নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানের তিনজন চিকিৎসাধীন আছে।

তিনি আরো জানান,ওই শিশুর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে।বর্তমানে মিরপুর-১১ সি ব্লকে এভিনিউ-৫ এর একটি বাসায় পরিবারের সাথে থাকতো। এর আগে শিশু আব্দুল্লাহ বাবা ও মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এসসি//