রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহন বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার ছিলেন।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫ টার দিকে এই সংঘর্ষ ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ছয়টায় মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আরিফ বলেন,স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি ভোরের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এর মাঝে পড়ে যায় একটি অটোরিকশা। এতে অটোরিকশাচালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন,খবর পেয়ে পল্টন মোড় এলাকা থেকে ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক ঢামেকে চিকিৎসাধীন।
তিনি জানান,নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
জানা যায়,সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে।
এসএএ//