সময়ের চাকা
ঢাকাSunday , 17 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ঢাকা মেডিকেল থেকে ফের ভূয়া নারী চিকিৎসক আটক

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নাক কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্না (৩০) নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা।

রবিবার (১৭) নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে ঢামেক হাসপাতাল থেকে আটক করা হয় তাকে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমান জানান,আজ সকালের দিকে আমাদের টহল টিমের আনসার প্রতিদিনের মতো নিয়মিত টহল দিচ্ছিল।এ সময় পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সাথে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের এ‍্যাপ্রোন পরে ঘোরাফেরা করছিল।বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখান। কিন্তু ঢাকা মেডিকেলের কোন চিকিৎসক তাকে চেনেন না বলে জানান। পরে আনসার সদস্যরা বিষয়টি তাদের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমানকে জানালে তিনি অন্যান্য আনসার সদস্যদের সহযোগিতায় অভিযুক্ত ওই নারীকে প্রশাসনিক ভবনে হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালকের কাছে নিয়ে আসেন। পরে হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শ মতে অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুকের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী নুর আলম জানান, আমি কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগে ভর্তি হই। আমার মুখের ভিতর একটি টিউমার হয়েছে সেটি অপারেশনের কথা বলে এই ভুয়া নারী চিকিৎসক গত বুধবার আমার কাছ থেকে ২৮ হাজার টাকা নেয় এবং আজকে ২ হাজার টাকা নেওয়ার সময় অন্য চিকিৎসক তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে। পরে শাহবাগ থানা পুলিশ এসে ওই নারী চিকিৎসককে শাহবাগ থানায় নিয়ে আসে। বর্তমানে আমরা শাহবাগ থানায় আছি।

অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা জানান, নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের  আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া থাকে।

আপনি কেন ঢাকা মেডিকেলে এসেছেন এর জবাবে অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসক জানান তিনি তার পূর্ব পরিচিত এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে এসেছেন।

এই প্রতিবেদক আরও জিজ্ঞাসা করেন, আপনি তাহলে চিকিৎসকের এ‍্যাপ্রোনটি কেন পড়েছেন। জবাবে তিনি জানান আমি একটি ভুল করেছি ভবিষ্যতে আর এ কাজ করব না। তাকে বলা হয় এ‍্যপ্রোন কি আপনি কোথায় পেলেন এর উত্তরে ওই ভুয়া নারী চিকিৎসক জানান এটি আমি একটি টেইলার্সের দোকান থেকে বানিয়েছি। আমার ভুল হয়েছে আমি জীবনে আর এ ধরনের অপরাধ করব না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিদর্শক ফারুক বলেন,ইতিমধ্যেই আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। পরে শাবাগের থানা পুলিশের একটি গাড়ি আসলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করার হলেও হাসপাতালে কোন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি

এসএএ//