রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ঢালে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় দিনার খান (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।সে ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার(১২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটায় মৃত ঘোষণা করেন।
দিনারের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার কান্দিপাড়া গ্রামে।সে ওই এলাকার জামান খানের ছেলে ছিল।
নিহতের খালাতো ভাই সজীব জানান,দিনার আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে মাওয়া যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রিজের ঢালে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, পোস্তগোলা থেকে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু তারা জোর করে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যায়।
এসসি//