সময়ের চাকা
ঢাকাSunday , 10 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

হিজড়াকে খুন করতে এসে পুলিশের হাতে ধরা সাত যুবক

Link Copied!

হিজড়াদের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাড়াটিয়া হিসেবে একজন হিজড়াকে খুন করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে সাত যুবক। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, লাঠি ও চাকু।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে একটি সিএনজিচালিত  অটোরিকশা তল্লাশিকালে পুলিশের হাতে ধরা পড়ে সাত যুবক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের জাকারিয়া (২৪) পলাশবাড়ি গ্রামের মামুন ইসলাম (২৩) চালিতাবাড়ি গ্রামের মেহেদী হাসান (২৪) মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা (১৯) গোকুল গ্রামের মেহেদী হাসান (২০) মহাস্থান পাথরপট্টির রিমন (১৯) এবং মহাস্থান প্রতাপবাজু গ্রামের রহমত আলী স্বপ্ন (১৯)।

সদর থানার ওসি জানান,শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শুক্রবার শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে উত্তরচেলোপাড়া এলাকায় নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশ সন্দেহজনক যানবাহন তল্লাশি করছিলেন।

এসময় সিএনজিচালিত একটি অটোরিকশায় চালকসহ সাতজন যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদেরকে তল্লাশি করে পুলিশ উদ্ধার করে ১টি চাকু, ১টি রাম দা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি লাঠি। পরে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে হিজড়াদের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ পায়। গ্রেফতার সাতজনের মধ্যে জাকারিয়া (২৪) ও মেহেদী হাসান (২০) জানায় মহাস্থান এলাকার হিজড়াদের সঙ্গে বগুড়া শহরের সাবগ্রাম এলাকার হিজড়াদের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মহাস্থানের হিজড়াদের নেত্রী বৃষ্টি তাদেরকে ভাড়া করে। তারা  সাবগ্রাম এলাকার হিজড়াদের যে কোনো একজন খুন করার উদ্দেশে মহাস্থান থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে শহরের উত্তর চেলোপাড়ায় পুলিশের চেক পোস্টে ধরা পড়ে যায়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা হিজড়াদের এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপের হিজড়াকে খুন করতে সাবগ্রাম এলাকায় যাচ্ছিল সাত যুবক। এ বিষয়ে আর কারা জড়িত এবং কত টাকা চুক্তি হয়েছিল তা জানা যায়নি। গ্রেফতার সাত জনের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড পেলে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।

এসসি//