সময়ের চাকা
ঢাকাTuesday , 5 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত-১,দগ্ধ-৪

Link Copied!

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় নারী সহ পাঁচজনকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগে আনা হয়।পরে আবুল হোসেন(৪৫)নামে এক কনফেকশনারি দোকানিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার ( ৪ নভেম্বর)রাতের দিকে দগ্ধদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগকে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন-স্থানীয় খাবার হোটেল ব্যবসায়ী কামরুল হাসান(৩৫)ও তার স্ত্রী সুমি আক্তার (৩০), ফিলিং স্টেশনের ইলেকট্রনিক  ইন্জিনিয়ার তোফাজ্জল হোসেন (৪২)ও চায়ের দোকানদার আব্দুল মালেক (৫০)।

মঙ্গলবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। আনার পরে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়।৪ জনের মধ‍্যে দগ্ধ কামরুল হাসান ১০০ শতাংশ, সুমি আক্তার ৩২ শতাংশ,তোফাজ্জল হোসেন ১০০ শতাংশ 

এবং আব্দুল মালেককে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হয় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) রেফার্ড করা হয়েছে।তাদের সবার অবস্থায় আশংকা জনক বলে জানান তিনি।

উল্লেখ্য,সোমবার বেলা সোয়া ২ টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

এসসি//