সময়ের চাকা
ঢাকাMonday , 4 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

Link Copied!

টঙ্গী রেলস্টেশনের পেছনে জাভান আবাসিক হোটেলের দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ও ইলেকট্রিক শক লেগে মিল্টন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছেন তার ভাই।

আজ সোমবার (৪ নভেম্বর) ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিল্টন (৫০) গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন জাভান হোটেলের দ্বিতীয় তলা থেকে মো. মিল্টন নামে এক ব্যক্তি লাফিয়ে ইলেকট্রিক তারের ওপরে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, জাভান আবাসিক হোটেলে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলে দীর্ঘদিন ধরে। জাভান হোটেল ও আমতলী কেরানীরটেক এলাকায় ভোররাত থেকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় জাভান হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ও মাদকসহ অনেক লোক আটক হয়।

মিল্টনের মৃত্যু অভিযানের ভয়ে কি না তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার সাথে কোন কিছু অবৈধ জিনিস ছিল কিনা সে বিষয়ে জানা যায়নি।


নিহতের ছোট ভাই নেওয়াজ বলেন, ‘আমার ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য (অবসরপ্রাপ্ত)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন। জাবান হোটেলের মালিক শেখ মোহাম্মদ বাদল তার বন্ধু।তার কাছে হয়তো কোনো কারণে এসেছিলেন। পরে আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে টঙ্গীতে আসি।’

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ জানান, জাভান হোটেলে যৌথ বাহিনীর একটি অভিযান হয়। নানা ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে এখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।জাভান হোটেল থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে। তবে তিনি কি কারণে লাফ দিয়ে পড়ে মারা গেছেন সে বিষয়টি জানা যায়নি।প্রাথমিকভাবে আমরা ঐ ব্যক্তির নাম মিল্টন বলে জানতে পেরেছি।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এসসি//