বিশ্বের সবচেয়ে আলোচিত যুক্তরাষ্ট্রের এবারকার প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো- প্রথম নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিস নাকি দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পকে পাবে যুক্তরাষ্ট্র। যে নির্বাচনের হাওয়া লেগেছে বাংলাদেশেও।
রোববার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বয়সী একদল মানুষ কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রচারণা চালিয়েছেন।
এ সময় তাদের হাতে কমলা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। তাতে লেখা ছিল ‘ভোট ফর কমলা হ্যারিস।’ যদিও তাদের পোস্টারে কমলা’র ইংরেজি বানানটি ভুল ছিল।
এ সময়ে তারা বলেন, যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি বাংলাদেশি ভোটার আছেন। কমলা হ্যারিস যাতে বাংলাদেশিদের জন্য কাজ করে, এজন্য তার দৃষ্টি আকর্ষণ করতেই ঢাকায় এই আয়োজন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও ২৭ অক্টোবর থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। শনিবার পর্যন্ত সে দেশের প্রায় ৭ দশমিক ৫ কোটি বেশি ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি।
এসসি//