সময়ের চাকা
ঢাকাSunday , 3 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রি মৃত্যু

Link Copied!

রাজধানীর মুগদার মানিক নগরে নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে মোঃ নাইম (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাইম বরগুনা সদরের কালির তবক গ্রামের মোশাররফ আকন্দের ছেলে। বর্তমানে মানিক নগর এলাকায় ভাড়া থাকতো।

নিহতের ভাই মিরাজ জানান,আমরা দুই ভাই রাজমিস্ত্রীর কাজ করি।আজ দুপুরের দিকে মানিক নগরে একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় আমরা দুজনেই রাজমিস্ত্রীর কাজ করছিলাম।এ সময় আমার ভাই অসাবধানতাবশত খোলা জানালা নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,আজ দুপুরের দিকে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসসি//