চট্টগ্রামে পতাকাকাণ্ডে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরে তার কাছে অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে।
চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন মো. ফিরোজ খান। নগরীর উত্তর মোহরা এলাকায় তার বাড়ি। গত ৩০ অক্টোবর রাতে নগরীর কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, তিনি চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাকে অব্যাহতি দিয়ে মো. গিয়াস উদ্দিন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া মো. ফিরোজ খানের নম্বরে ফোন দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
এসসি//